• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আপনি মানুষ নাকি মানুষের মত শুধু দেখতে উদ্ভট প্রাণী: তমা মির্জা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ নভেম্বর ২০২৪, ২৩:১০
সংগৃহীত
ছবি:সংগৃহীত

রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। এ নিয়ে ক’দিন আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টও করা হয়। অভিযোগ আনা হয়, কুকুরগুলো সাধারণ মানুষজনকে কামড়েছে!

অবশেষে অভিযোগের রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল শুক্রবার। খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেওয়ারিশ কুকুরগুলোকে। আর এই অমানবিক কাজটি করেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম।

এ ঘটনায় সকল প্রাণিহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার তাগিদ দিয়েছেন প্রাণীপ্রেমিরা। চটেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সেই কাতারে আছেন নায়িকা তমা মির্জাও।

তমা মির্জা শনিবার (২৩ নভেম্বর) তার ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেন, মানুষের মত দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটা পরিক্ষা করার সহজ একটা উপায় হল , অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটা যাচাই করা ।একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন। আপনি যদি কোন প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন, তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মত শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী ।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়:  জয়া আহসান
নীলনদ উপত্যকায় মিললো সাড়ে তিন হাজার বছর আগের কুকুর
মিশরের দ্য গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর
‘শাস্তি হলে এইসব ঘটনার পুনরাবৃত্তি হবে না’