• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কাকে চিটার বললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৩
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি। দর্শকদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবে সফল এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে। তবে সরব রয়েছেন নেটদুনিয়ায়। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি-ভিডিও কিংবা মতামত প্রকাশ করতে দেথা যায় তাকে।

রোববার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরি দেন তমা। সেখানে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, যে চিটার, সে সবসময়ই চিটার।

তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত, উল্লেখ করে তমা লেখেন, একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।

অভিনেত্রী আরও লিখেছেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।

তাহলে কী করতে হবে? নায়িকা মজার ছলে বললেন, মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।

এদিকে তমার স্টোরি দেখে নানান প্রশ্নের জাল বুনেছেন নেটিজেনরা। হঠাৎ কাকে উদ্দেশ করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরোনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে।

কয়েকদিন আগেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায় তমার। যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেননি। বরাবরই নিজেদেরকে বন্ধু দাবি করেছেন রাফী-তমা।

তবে দুজনের ঘনিষ্ঠজনদেরই দাবি, রাফী-তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে চিড় ধরেছে। দুইজনের মাঝে আর ঘনিষ্ঠতা নেই।


আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেদ করে অভিনয়ে এসে এখন দর্শকপ্রিয় অভিনেতা তিনি
আপনি মানুষ নাকি মানুষের মত শুধু দেখতে উদ্ভট প্রাণী: তমা মির্জা
প্রতি বছরই আমি বেশ কিছু সিনেমা নিয়ে আসব: আফরান নিশো
যে সিনেমা দিয়ে ফিরছেন আফরান নিশো