ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

টাইমস স্কয়ারে দাঁড়িয়ে প্রকাশ্যে চুমু, ঋদ্ধি-সুরঙ্গনার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১০ জুলাই ২০২৪ , ০২:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। ভারতীয় বাংলা সিনেমার এই দুই তরুণ অভিনয়শিল্পী চুটিয়ে প্রেম করছেন, একান্তে কাটাচ্ছেন সময়- এ খবর বেশ পুরনো। নতুন খবর হলো, নিউইউর্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে প্রকাশ্যে প্রেমিকা সুরঙ্গনাকে চুমু দিয়েছেন কৌশিক সেন পুত্র। ইতোমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা মন্তব্য করছেন নানা ধরনের।

বিজ্ঞাপন

ঋদ্ধি সেনের পোস্ট করা ছবিতে উৎপল ভৌমিক নামের একজন লিখেছেন, ঠিকই আছে ভাই। তোমার অভিনয় ভালো লাগে। চুমুর ছবি পাবলিক না করলেই ভালো লাগে।

বিজ্ঞাপন

সৃজিত রূপম অধিকারী লিখেছেন, বাবার পয়সা থাকলে এরকম নানা বিদেশি পোজে ছবি দেওয়া যায়।

আদিতা সানাম সুবহী লিখেছেন, তোমার বাবা কোথায়?

তমাল গঙ্গোপাধ্যায় নামে আরেকজন লিখেছেন, আমরা না ইস্টার্ন, আবার না ওয়েস্টার্ন। সেজন্য আজকাল রিলেশনশিপ বেশিদূর এগোয় না। তারপর আবার সোশ্যাল মিডিয়াতে এসব। যে কোন রিলেশনশিপ প্রাইভেট। তাই এভাবে পোস্ট না করলে কী জীবন বৃথা হয়ে যাবে? একটু ভেবে দেখো, তুমি আমার ছোট ভাইয়ের মতো।

বিজ্ঞাপন

তবে সবাই এভাবে কটাক্ষ করলেও সৃজিত মুখার্জি নামের একজন চুমু খাওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, আমার সময় আর আমার শহরে,
কারা চুমু খাবে পথ অবরোধ করে। জিতে রাহো ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি।

সৃজিতের এই পোস্টের ক্যাপশন কপি করে ভাস্বতী ঘোষও ছবিটি দিয়ে একই পোস্ট করেন। 

কয়েক দিন আগে শিকাগোতে অনুষ্ঠিত হয় নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি)। এতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। এ অনুষ্ঠান শেষ হওয়ার পর নিউইয়র্কে ঘুরে বেড়ান তারা। সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তার ভেতর থেকে তাদের চুমু খাওয়ার ছবিটি নিয়ে শুরু হয় সমালোচনা। যা এখনও চলমান।

প্রসঙ্গত, ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন ঋদ্ধি সেন ও সুরঙ্গনা ব্যানার্জি। এতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে দেখা যায় তাদের। এরপর ‘সমান্তরাল’ ও ‘শরতে আজ’ ওয়েব সিরিজেও জুটি বেঁধে অভিনয় করেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |