ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পাইথনের কাছে চুমুর আবদার অভিনেতার, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ , ০৯:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাপের নাম শুনলেই যেখানে মানুষ ভয়ে লাফায় সেখানে সেই সাপের কাছেই চুমুর আবদার করলেন কলকাতার টিভি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সম্প্রতি সাপ নিয়ে দিব্যজ্যোতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আপাতত ছুটির মেজাজে আছেন দিব্যজ্যোতি। পোস্ট করা ভিডিওতে দেখা গেল সাদা টি-শার্ট আর কালো শর্টস পরে আছেন তিনি। আর গলায় জড়িয়ে রেখেছেন মস্তবড় একটা হলুদ রঙের বার্মিজ পাইথন। আর শুধু সাপ গলায় জড়িয়ে আছেন তাই নয়, তিনি সাপটির সঙ্গে গল্পও করছেন। এমনকি পাইথনের কাছে চুমু খাওয়ার আবদারও করতে দেখা গেল তাকে।

ভিডিওটি দেখে মজাই পাচ্ছেন নেটিজেনরা। একজন কমেন্টে লেখেন, শেষেরটা সেরা। দাও একটা হামি দাও… একটা মিষ্টি হামি দিয়ে দিলো।’

বিজ্ঞাপন

আরেকজন লেখেন, সত্যি দিব্য দা! তোমার একটুও ভয় করল না!

কদিন আগে ৭০০ পর্ব পার করেছে দিব্যজ্যোতির ‘অনুরাগের ছোঁয়া’। ১৭ বছর বয়স থেকে ছোট পর্দায় কাজ করা শুরু করেন দিব্যজ্যোতি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |