• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ জুলাই ২০২৪, ১৫:৫৩
ছবি : সংগৃহীত

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন শাকিরা। কলম্বিয়ান গায়িকার গাওয়া সেই গান আজও ঘুরে ফেরে মানুষের মুখে মুখে। নতুন খবর হলো, বাংলাদেশ সময় আগামী ১৫ জুলাই অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মঞ্চ মাতাবেন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা শাকিরা পারফর্ম করবেন। স্থানীয় সময় রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে তিনি গাইবেন। যেখানে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন।

কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকেট জিতেছে আর্জেন্টিনা। আগামীকাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। এ ম্যাচে জয়ী দল ফাইনালে মেসিদের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ময়মনসিংহে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত