ঢাকাSunday, 06 April 2025, 23 Choitro 1431

কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১০ জুলাই ২০২৪ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন শাকিরা। কলম্বিয়ান গায়িকার গাওয়া সেই গান আজও ঘুরে ফেরে মানুষের মুখে মুখে। নতুন খবর হলো, বাংলাদেশ সময় আগামী ১৫ জুলাই অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মঞ্চ মাতাবেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুলাই) লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা শাকিরা পারফর্ম করবেন। স্থানীয় সময় রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে তিনি গাইবেন। যেখানে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন। 

বিজ্ঞাপন

কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকেট জিতেছে আর্জেন্টিনা। আগামীকাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। এ ম্যাচে জয়ী দল ফাইনালে মেসিদের মুখোমুখি হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |