• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

ভালো নেই সুজেয় শ্যাম, যা বললেন তার মেয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ জুলাই ২০২৪, ১৮:৩৪
ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। নতুন খবর হলো, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রস্তুতি চলছে পুনরায় হাসপাতালে ভর্তি করানোর।

শিল্পীর মেয়ে লিজা সুজেয় শ্যাম গণমাধ্যমকে বলেন, বাবা ক্যানসারে আক্রান্ত। তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। চিকিৎসকরা বলেছেন, কেমোথেরাপি দিতে হবে। তাছাড়া কয়েক দিন আগেই তার বুকে পেসমেকার বসানো হয়েছে। দেশের পরিস্থিতি আরেকটু ভালো হলে দুই-এক দিনের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাব।

তিনি আরও বলেন, এরপর সেখানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনার অনুরোধ রইল।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার আগ থেকে সংগীত নিয়ে কাজ করে চলেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যামের অবস্থা সংকটাপন্ন
প্লাবন কোরাইশীর কথায় গাইলেন বর্ণালী
বরেণ্য সুরকার আলম খানের প্রয়াণের দুই বছর
কেমন আছেন সুজেয় শ্যাম?