• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

অনিশ্চয়তায় আগস্টের ৬ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ আগস্ট ২০২৪, ১৩:০৩
ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান ইস্যু নিয়ে অস্থিরতা বিরাজ করছে দেশজুড়ে। এমতাবস্থায় অনিশ্চয়তায় পড়ে গেছে মুক্তি প্রতীক্ষীত অনেক সিনেমাই। চলতি মাসে ছয়টি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও সিনেমাগুলোর মুক্তি অনিশ্চিত।

গত ২ আগস্ট সোয়াইবুর রহমান রাসেল নির্মিত ‘নন্দিনী’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও স্থগিত করেন নির্মাতা। এতে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তর এবং ঢাকাই শোবিজের ছোট পর্দার অভিনেত্রী নাজিরা মৌ।

এ প্রসঙ্গে নির্মাতাবলেন, দেশের চলমান অস্থিরতায় এখন সিনেমা হল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সিনেমা চালাব কোথায়? সব স্বাভাবিক হলে এবং প্রযোজক সমিতির অনুমতি পেলে চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যথায় সেপ্টেম্বরে নতুন করে ডেট নেব।

আগামী ৯ আগস্ট দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘অমানুষ হলো মানুষ।’ এতে অভিনয় করেছেন ডিপজল। তিনি বলেন, আমি সবসময় চলচ্চিত্রের কথাই ভাবি। বর্তমান পরিস্থির কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে অনেক হল মালিক পথে বসে যাবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। হল মালিকদের কথা বিবেচনা করে আসছে ৯ আগস্ট সিনেমাটি মুক্তি দেব। তাছাড়া এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আশা করছি, চলমান ইস্যু দ্রুত শেষ হবে। দুই এক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তাই সিনেমা মুক্তিতে সমস্যা দেখছি না।

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আগামী ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। ভারতে মুক্তির পর আগামী ১৬ আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

তবে শেষ পর্যন্ত এদিন ‘পদাতিক’ মুক্তি দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, আমরা সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দেশের চলমান পরিস্থিতি শান্ত না হলে কিছুই করা যাচ্ছে না। যদি এই পারস্থিতি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই ১৬ আগস্ট বাংলাদেশে মুক্তি দেব সিনেমাটি।

একই দিন মুক্তির কথা রয়েছে অনুপ কুমার বড়ুয়া প্রযোজিত সিনেমা ‘বান্ধব’। সিনেমাটিতে অভিনয় করেছেন, গাজী রাকায়েত, মৌ খান, সুমিত সেনগুপ্ত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, হাবিব খান প্রমুখ।

প্রযোজক অনুপ বলেন, সব কাজ গুছিয়ে এনেছি। পোস্টার-ব্যানার তৈরি আছে। এরই মধ্যে অনিশ্চয়তায় পড়ে গেলাম। প্রেক্ষাগৃহে দর্শক আসবে কীভাবে এ অবস্থায়! দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৬ আগস্ট সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া আগামী ১৬ আগস্ট আরও মুক্তির তালিকায় রয়েছে শবনম পারভীন নির্মিত ‘হুরমতি’। তবে দেশের চলমান পরিস্থিতিতে সিনেমাটি নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রযোজক। শবনম পারভীন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেবেন, না হলে এক মাস পেছাবেন।

সারাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে ভয়াবহ আকার ধারণ করেছে কিশোর গ্যাং। এমন বাস্তবধর্মী গল্প নিয়ে পরিচালক আব্দুল মান্নান নির্মাণ করেছেন সিনেমা ‘কিশোর গ্যাং।’ সিনেমাটিতে অভিনয় করেছে একদল নতুন মুখ। গেল কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়। তখনই মান্নান জানান, ২৩ আগস্ট মুক্তি দেবেন। তিনি বলেন, ধারণা করছি চলমাল পরিস্থিতি অচিরেই সমাধান হবে। সবকিছু ঠিক থাকলে এদিন সিনেমাটি মুক্তি পাবে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
তবে কি ভাটা পড়ছে চঞ্চলের জনপ্রিয়তায়
বন্যার্তদের সহযোগিতার কথা বলে তোপের মুখে চঞ্চল
‘পদাতিক’-এ ওপার বাংলায় মুগ্ধতা ছড়াচ্ছেন চঞ্চল