বন্যার্তদের সহায়তায় যে উদ্যোগ নিলেন সুচরিতা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ , ০১:৩০ পিএম


সুচরিতা
সুচরিতা

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসছেন তারকারা। যে যার সামর্থ্য অনুয়ায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। পিছিয়ে নেই ঢাকাই সিনমোর বরেণ্য অভিনেত্রী সুচরিতাও।

বিজ্ঞাপন

বানভাসি মানুষের সহযোগিতায় ত্রাণ তহবিল গঠন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে কয়েকজন নবীন অভিনেত্রীকে নিয়ে সুচরিতা হাজির হয়ে তহবিলে নগদ অর্থ দিয়েছেন। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন— মুক্তি, পলি, নিঝুম রুবিনা, জলি, আন্নাসহ আরও অনেকেই। সবাই মিলে নগদ ১২ লাখ টাকা বন্যার্তদের সহায়তায় দিয়েছেন।

এ প্রসঙ্গে মুক্তি বলেন, সুচরিতা আন্টির আমন্ত্রণে আমরা এফডিসিতে গিয়েছিলাম। সেখানে নবীন-প্রবীণ অভিনেত্রীরা মিলে আমরা নগদ ১২ লাখ টাকা দিয়েছি। অন্যরাও দিচ্ছেন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ত্রাণ নিয়ে বন্যাকবলিত মানুষদের কাছে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে শিল্পী সমিতি। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্যও তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।

গত ২৬ আগস্ট বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে তহবিল সংগ্রহ করতে বসেছিলেন সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তহবিল সংগ্রহের প্রথম দিন ৩ লাখ টাকা সংগ্রহ করেছে শিল্পী সমিতি। পাশাপাশি ত্রাণ হিসেবে সংগ্রহ হয়েছে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। 

এ প্রসঙ্গে জয় জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলবে। ত্রাণ তহবিল সংগ্রহ শেষ হলে এগুলো বন্যার্তদের পাঠিয়ে দেবেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission