• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বন্যার্তদের পাশে দাঁড়াল শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ আগস্ট ২০২৪, ১৯:১৪
ছবি: সংগৃহীত

দেশের দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। করোনা মহামারিতেও সংগঠনটির ভূমিকা ছিল প্রশংসনীয়। এবার বন্যার্তদের পাশে দাঁড়াল শিল্পী সমিতি।

ইতোমধ্যে ত্রাণ নিয়ে বন্যাকবলিত মানুষদের কাছে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি। শুধু তাই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্যও তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছে শিল্পী সমিতি।

গত ২৬ আগস্ট বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে তহবিল সংগ্রহ করতে বসেছিলেন সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি বলেন, আমরা সমষ্টিগতভাবে কাজ না করলেও, শিল্পীরা প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি। সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। এটা তো একটা সংগঠন। ইচ্ছে করলেই যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। গতকাল মিটিং হয়েছে, আজ কার্যক্রম শুরু করেছি।

জানা গেছে, তহবিল সংগ্রহের প্রথম দিন ৩ লাখ টাকা সংগ্রহ করেছে শিল্পী সমিতি। পাশাপাশি ত্রাণ হিসেবে সংগ্রহ হয়েছে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। এ প্রসঙ্গে জয় জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলবে। ত্রাণ তহবিল সংগ্রহ শেষ হলে এগুলো বন্যার্তদের পাঠিয়ে দেবেন তারা।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে সিলেটের বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শিল্পী সমিতি। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন শিল্পীরা। এ তালিকায় রয়েছেন— মনোয়ার হোসেন ডিপজল, অপু বিশ্বাস, মুক্তি, আন্না, জয় চৌধুরী, নীর প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোল পাল্টে তারেক রহমানকে নিয়ে জয় চৌধুরীর পোস্ট, অতঃপর...
বন্যার্তদের সহায়তায় যে উদ্যোগ নিলেন সুচরিতা
নির্বাচনে নিপুণকে জয়ী করতে শেখ সেলিমের ১৭ বার ফোন
শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল