ঢাকাMonday, 28 July 2025, 13 Shrabon 1432

রাফীর ‘ব্ল্যাক মানি’তে রুবেল, নায়িকা পূজা চেরী

আরটিভি নিউজ

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ০৫:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ওয়েব ফিল্ম নির্মণেও ব্যস্ত এই পরিচালক। সম্প্রতি রাফী পরিচালিত ‘মায়া’ ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, যা ইতোমধ্যে দর্শকমনে দাগ কেটেছে। নতুন খবর হলো প্রথমবার তিনি নিয়ে আসছেন ওয়েব সিরিজ, যার নাম ‘ব্ল্যাক মানি’। এতে দেখা যাবে একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেলকে। আর নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরীকে। 

বিজ্ঞাপন

‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তার আগেই জানা যায়, এ বছরে ৬ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি দেওয়া হবে।

ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ব্ল্যাক মানি’। চলতি সপ্তাহে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে। এতে আরও অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, শিবা শানু, ইন্তেখাব দিনার প্রমুখ।

বিজ্ঞাপন

এদিকে রাফী চলতি সপ্তাহে বড়পর্দার জন্য ‘লায়ন’ নামে আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছেন। যেখানে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার জিৎ এবং ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শরিফুল রাজ।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |