এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার নির্মিত বেশ কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এবার এ নির্মাতা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। ৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।
প্রকাশিত ট্রেলারে নানান ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেলারটির শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, উপর থেকে প্রেশার আছে।’ এ ছাড়া, ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে’, ‘তাঁহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে ২ মিনিটের ট্রেলারটি নিয়ে। প্রথম ২৪ ঘণ্টায় ১৪ লাখের বেশি ভিউ হয়েছে।
ট্রেলারের আগে আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় ৩ মার্চ। পোস্টারে সিনেমাটির চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ শব্দগুলো। ধারণা করাই যায়, সিনেমাটির গল্পও এগিয়েছে সেই পথেই।
কামরুজ্জামান কামু বলেন, এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সেকথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।
আমলনামা ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা বলেন, গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।
সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময়জুড়ে তার ছোটাছুটি। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট।
চরিত্রটি নিয়ে তিনি বলেন, এ চরিত্র আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।
ট্রেলারে জানানো হয়েছে আমলনামা মুক্তির তারিখ। সিনেমাটি চরকিতে আসছে আগামী ১২ মার্চ দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ)।
সিনেমাটিতে ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। পর্দায় তিনি একজন পুলিশ সদস্য। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন। সিনেমায় আরেকটি পরিবারে দেখা যাবে কামরুজ্জামান কামু ও তমা মির্জাকে।
অন্যান্য চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ। রায়হান রাফীর গল্পে আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।
আরটিভি/এএ/এআর