• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন গায়ক এলটন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
এলটন জন

বরাবরই গান দিয়ে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় সংগীতশিল্পী গায়ক এলটন জন। কিন্তু বর্তমানে ভালো নেই এই গায়ক। দৃষ্টিশক্তি হারিয়ে এখন অন্ধ তিনি।

রোববার (১ ডিসেম্বর) লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্য মিউজিকাল’ শো-তে নিজের অন্ধত্ব নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান এলটন জন।

গায়ক বলেন, আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে। এ কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছি আমি। আমার নিজের পারফরম্যান্স আমি দেখতে পারিনি ঠিকই, কিন্তু উপভোগ করেছি।

এলটন জন আরও বলেন, আমার সঙ্গী সবসময় আমার পাশে ছিল এবং আমাকে মনোবল জুগিয়েছেন তিনি। একটি ভয়াবহ ইনফেকশনের কারণে আমার দৃষ্টি একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই দেখতে পাই না এখন।

তিনি বলেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য এখনও চিকিৎসা চলছে আমার। চিকিৎসকরা জানিয়েছেন, এ জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন। তবে নিজের দৃষ্টিশক্তি ফিরে পেতে ভীষণ আশাবাদী আমি।

এদিকে এলটন জনের এমন দৃঢ় মনোভাব প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। দৃষ্টিশক্তি হারালেও গান নিয়েই ব্যস্ত আছেন তিনি। তার একের পর এক পারফরম্যান্সেও মুগ্ধ শ্রোতা-দর্শকেরা।

প্রসঙ্গত, শৈশব থেকেই গানের সঙ্গে যুক্ত এলটন জন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়বার সম্মানজনক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, অ্যাকরোস দ্য রিভার, অ্যামি, দ্য বিগ বিকচার, গড নেভার কাম দেয়ারসহ শতাধিক গান।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন, জানা গেল কারণ
ছেলেকে ক্ষমা করলেন বাইডেন
‘ইসকনের এজেন্ডা মার্কিন-ভারতের আধিপত্যবাদের বাস্তবায়ন’
মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতার বাড়িতে হামলার হুমকি