• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এ আর রহমানের সংগীতে বিরতির গুঞ্জন, কড়া জবাব মেয়ের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫
এ আর রহমান

ভারতীয় সুরকার-গায়ক এ আর রহমানের সংসার ভাঙনের খবরে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। দীর্ঘ ২৯ বছর সংসার করার পর স্ত্রী সায়রা বানুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন এই গায়ক। বিচ্ছেদের পর থেকেই নেটিজেনদের নানান আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন রহমান।

এমনকি সংগীতে তার বিরতির গুঞ্জনও উঠেছে। এবার বিষয়টি নিয়ে কড়া জবাব দিলেন তার মেয়ে খাতিজা। ইতোমধ্যে নানান ধরনের বিকৃত মন্তব্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে আইনি নোটিশও দিয়েছেন রহমান।

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে গায়কের পোস্ট শেয়ার করে বলা হয়, সংগীত জগত থেকে এক বছরের বিরতি নিচ্ছেন রহমান। তার সুরের জাদু মিস করবেন বলেও চর্চায় মেতেছেন নেটিজেনরা।

এদিকে এমন গুজবে ক্ষুব্ধ গায়কের মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে খাতিজা লিখেছেন, ‘দয়া করে এই ধরনের আজেবাজে গুজব ছড়াবেন না।’

রহমান-সায়রার বিবাহবিচ্ছেদের ঘোষণার পরই দাম্পত্য জীবনের ইতি টানেন গায়কের সহশিল্পী মোহিনী দে। দুই ঘটনার যোগসূত্র টেনে নানান ধরনের চর্চা শুরু করেন নেটিজেনরা।

ওই সময় এসব নিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছিলেন রহমানের বড় মেয়ে রহিমাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, সবসময় মনে রাখবেন—গুঞ্জন তারাই ছড়ায় যারা হিংসা করে বা আপনাকে ঘৃণা করে। মূর্খরা সেগুলো রটায়। আর বোকারা সেই ভুয়া খবর, রটনাগুলোকে গিলতে থাকে। সত্যিই বলছি, নিজের চরকায় তেল দিন।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সায়রা বানুর সঙ্গে এ আর রহমানের যে চুক্তি হয়েছিল
বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন রহমান-সায়রা!
মানসিক স্বাস্থ্য ও শারীরিক প্রয়োজনীয়তা নিয়ে যা বললেন এ আর রহমান
এ আর রহমানকে বাবার চেয়ে বড় উল্লেখ করে যা বললেন মোহিনী