• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

এ আর রহমানকে নিয়ে সনু নিগমের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ জানুয়ারি ২০২৫, ২০:২৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত সংগীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক এ আর রহমান। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন তিনি। কাজের সম্মননা হিসেবে জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকে নিয়ে সমালোচনা করেছেন।

সাক্ষাৎকারে সোনু বলেন, এআর রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনো রকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত যখন আমি তার সঙ্গে কথা বলেছি তারপর এমনটাই মনে হয়েছে।

তিনি আরও বলেন, হয়ত রহমানের আলাদা পরিচিত মহল রয়েছে। রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনও গসিপ নেই। রহমান এমনই, উনি নিজেও চান না ওর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন, তিনি খুবই অদ্ভুত।

প্রসঙ্গত, এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার। ০বছর বয়সে পিতার মৃত্যুর পর, তার পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পরেছিল। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকির হোসেনকে নিয়ে এ আর রহমানের আবেগঘন পোস্ট
এ আর রহমানের সংগীতে বিরতির গুঞ্জন, কড়া জবাব মেয়ের
সায়রা বানুর সঙ্গে এ আর রহমানের যে চুক্তি হয়েছিল
বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন রহমান-সায়রা!