বিশ্বখ্যাত সংগীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও প্রযোজক এ আর রহমান। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন তিনি। কাজের সম্মননা হিসেবে জিতেছেন অস্কার ও গ্র্যামির মতো বড় অ্যাওয়ার্ড।
এদিকে এ আর রহমানকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকে নিয়ে সমালোচনা করেছেন।
এ আর রহমান বিরাট গায়ক নন- এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সনু বলেন, এ আর রহমান বিরাট গায়ক নন। তবে তিনি সর্বদা সুরের মধ্যে থাকেন। তিনি প্রশিক্ষিত সংগীতশিল্পীও নন। তবে তার কণ্ঠ অপূর্ব। রহমান নিজেও কোনোদিন নিজেকে বড় গায়ক বলেন না। তো আমরা কী আর বলব?
এ আর রহমান সম্পর্কে সনুর এই মন্তব্য ঝড় তুলেছে রহমান ভক্তদের মধ্যে। কিন্তু এই প্রথম সোনু যে এ আর রহমানকে নিয়ে বিতর্কিত কিছু বললেন, এমনটা নয়। তিনি এর আগে রহমানে অন্তর্মুখী স্বভাব নিয়ে কথা বলেছিলেন। আবার রহমানের মিউজিককে ‘বেকার’ বলেছিলেন।
সুরের জাদুকর হিসেবে তো বটেই, সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্রও বলা হয় এ আর রহমানকে। এই সুরকারের সুরে গান করেছেন সোনু নিগম নিজেও। তার মধ্যে রয়েছে ‘দিল সে’ ছবির ‘সতরঙ্গি রে’, ওয়াটার ছবির ‘আয়ো রে সখি’ গানগুলো।
আরটিভি/এএ-টি