নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিলেন দেব

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ০৩:৪৮ পিএম


নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিলেন দেব
দেব

পশ্চিমবঙ্গে দেবের সিনেমা মানেই হিট। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে বাজিমাত করছেন এই অভিনেতা। এবার নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিলেন দেব।    

বিজ্ঞাপন

কয়েকদি আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘খাদান’। সিনেমাটি মুক্তির পরই ঝড় তুলেছে বক্সঅফিসে। সিনেমার এমন সাফল্যের মধ্যেই নতুন বছরে পা রেখে ভক্তদের সুখবর দিলেন দেব।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। যেখানে রক্ত চক্ষু নিয়ে ‘রঘু ডাকাত’র বেশে দেখা দিয়েছেন দেব। নায়কের সেই ভয়ংকর লুক দেখে হতবাক নেটিজেনরা।

বিজ্ঞাপন

ওই ছবিতে দেখা যায়, দেবের পুরো মুখ চাদরে ঢাকা। শুধু রক্ত মাখা দুই চোখ বের হয়ে আছে। কপালে তিল। আর এটিই মূলত রঘু ডাকাতের চেহারা। আর হঠাৎ এমন চেহারা দেখলে হতবাক হওয়া স্বাভাবিক। এমন চেহারাতেই ভক্তদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেব।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শুভ নববর্ষ। প্রতিশ্রুতি অনুযায়ী ‘খাদান’র পর আমার পরবর্তী সিনেমা নিয়ে আসছি।’ দেব পোস্টটি করার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঘরে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ নতুন সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ সিনেমাও দমিয়ে রাখতে পারেনি দেবের ‘খাদান’-কে। মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করছে টালিউডে। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল।  

 


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission