• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে ক্ষমা চাইলেন দেব

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩
সংগৃহীত
ছবি:সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব। বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘খাদান’। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেতা, ঘুরছেন সারা রাজ্যে। এরমধ্যে গত ৮ ডিসেম্বর তিনি যান মধ্যমগ্রামে। দেব যে সেখানে যাবেন সেই খবর আগে থেকেই ছিল ভক্তদের কাছে। বেলা গড়াতে না গড়াতেই ভিড় বাড়তে শুরু করে এবং বিপুল জনসমাগম হয়।

এই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মোহনা নামের এক দেবভক্ত। অভিমানী সুরে ক্যাপশনে তিনি লেখেন, স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে, আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত-পা কেটে নিয়ে ফিরে এসেছি।

অনুরাগীর এই অভিমান সুপারস্টার বুঝেছেন। তাই তো পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, এর জন্য অত্যন্ত দুঃখিত মোহনা। এর পরেরবার তোমার সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।

তারকার এমন ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। তাদের মতে, এমনটা শুধুই দেবই করতে পারেন। তাই তার জন্য ভক্তদের পরাণ যায় জ্বলিয়া রে।

প্রসঙ্গত, বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। দেব ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।

আরটিভি /এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য জমি দেবে সরকার: জ্বালানি উপদেষ্টা
দেবকে ‘আনফলো’ করলেন রুক্মিণী, তবে কি সম্পর্কে চিড়
জবির ৭০০ শিক্ষার্থীকে বৃত্তিসহ আবাসন সুবিধা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
চাকরি দেবে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা