• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

রুক্মিণীকে নিয়ে মুখ খুললেন দেব

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:০৩
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের প্রেম-ভালোবাসার কথা সবারই জানা। সম্পর্কের শুরু থেকেই কোনো রাখ-ঢাক করতে দেখা যায়নি এই জুটিকে। এমনকি হ্যাপি প্রেমিকযুগলের তকমাও পেয়েছেন তারা।

হঠাৎ কি হলো দেব-রুক্মিণীর। আর কেনই বা ভালোবাসার মানুষকে ‘আনফলো’ করলেন রুক্মিণী। তবে কি চিড় ধরেছে তাদের সম্পর্কে? এবার রুক্মিণী এবং বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেব।

আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘খাদান’। বহুচর্চিত এই সিনেমা মুক্তির আগেই দেব- রুক্মিণীর সম্পর্ক নিয়ে টালিপাড়ায় চর্চা তুঙ্গে।

ইনস্টাগ্রামে দেবকে আনফলো করলেও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি সম্পর্কে ভাঙন ধরেছে এই জুটির। ‘খাদান’ সিনেমার প্রচারণার কারণেই নাকি দেব-রুক্মিণীর মাঝে যত ঝামেলা।

এ দিকে বিষয়গুলো ভালোভাবে নিচ্ছেন না দেব। সকল বিতর্কে জল ঢেলে নিন্দুকদের একহাত নিলেন অভিনেতা। ট্রাইব টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন তিনি।

দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে।

অভিনেতা আরও বলেন, কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।

দেব জানান, ‘খাদান’ শুরুর আগে সরে দাঁড়ান এক প্রযোজক। সেসময়ই রুক্মিণী আগলে রেখেছিলেন অভিনেতাকে। তাই রুক্মিনী দেবের ‘শক্তি’।

তিনি বলেন, রুক্মিণী বলেছিল, তোমার যখন ইচ্ছে হচ্ছে, তুমি খাদানই করবে। তাই সেই মানুষটা আমাকে ইনস্টাগ্রামে ফলো করল কিনা সেটা নিয়ে কাউকে আমি বলে বোঝাতে পারব না।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে স্কয়ার গ্রুপ
যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেবে না ট্রাম্প প্রশাসন!
২২ বছরেই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ
অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: ড. দেবপ্রিয়