• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

জমজমাট এফডিসি, স্থগিত হওয়া পরিচালক সমিতির নির্বাচন ১০ জানুয়ারি

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩১
সংগৃহীত
ছবি:সংগৃহীত

চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি। আগের থেকে সিনেমা নির্মাণ কমে যাওয়ায় এখন এফডিসি নির্মাতা, শিল্পীদের আনাগোনা কম। তবে নানা সংগঠনের নির্বাচনের সময়ে বেশ জমজমাট হয়ে উঠে এই প্রাঙ্গন।

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। কিন্তু একদিন আগে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনটির ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর এই দিনটিকে কেন্দ্র করে এখন থেকেই জমজমাট হতে শুরু করেছে বিএফডিসি।

নির্বাচন কমিশনার এ জে রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ২৭ ডিসেম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ওই সময় আরও জানানো হয়, পরবর্তীতে ভোটগ্রহণের তারিখ জানানো হবে।

নির্বাচনে “যদি আপনাদের রায় পাই, চলচিত্রকে জাগাতে চাই” স্লোগানে মুশফিকুর রহমান গুলজার-সাফি উদ্দিন সাফি পরিষদ এবং “পাশে আছি-পাশে ছিলাম, পাশেই থাকবো” স্লোগানে শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ জে রানা ও বি এইচ নিশান। নির্বাচনে মোট ভোটার ৩৯৫ জন এর মধ্যে সম্প্রতি চিত্রপরিচালক শাহ আলম মন্ডল, আজাদী হাসানাত ফিরোজ, সিবি জামান ও বশির আহমেদ মৃত্যুবরণ করায় ৪ জন ভোটার কমেছে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষবারের মতো চিরচেনা কর্মস্থল এফডিসিতে প্রবীর মিত্র
শেষবারের মতো এফডিসিতে নায়িকা অঞ্জনা 
যে কারণে স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত