এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি।
গেল বছর বড় পর্দায় অভিষেক হয় মেহজাবীনের। শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় নাম লিখান তিনি। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে সেই ছবি! বৃহস্পতিবার ওটিটি প্লাটফর্ম চরকিতে রাত ৮টায় স্ট্রিমিং হতে যাচ্ছে ছবিটি।
প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, নাদের চৌধুরীসহ অনেকে। ‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নাম ভূমিকায় এবং নিম্নমধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে।
আরটিভি/এএ