‘প্রিয় মালতী’ নিয়ে এবার মেহজাবীনের যাত্রা মিশরে 

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ০১:৪০ পিএম


‘প্রিয় মালতী’ নিয়ে এবার মেহজাবীনের যাত্রা মিশরে 
মেহজাবীন চৌধুরী

শোবিজের দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে নাটকের গণ্ডি পেরিয়ে ওটিটি-সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। একের পর এক ভিন্ন ধর্মী গল্প আর চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরছেন মেহজাবীন। সেসব নিয়ে ঘুরে-বেড়াচ্ছেন নানান দেশেও। এবার মেহজাবীনের নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ নিয়ে তার যাত্রা মিশরে।  

বিজ্ঞাপন

গেল মাসেই নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে টরন্টো হয়ে কোরিয়ার বুসান উৎসব থেকে ফিরলেন তিনি। সেই রেশ না কাটতেই মিশরে যাওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী। 

জানা গেছে, আগামী ১৩ থেকে ২২ নভেম্বর মিশরে বসবে আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ৪৫তম আসর। এই উৎসবে বিশ্বের নামীদামী নির্মাতা, প্রযোজক-শিল্পীদের সঙ্গে ‘প্রিয় মালতী’ নিয়ে অংশ নেবেন মেহজাবীনও। 

বিজ্ঞাপন

সম্মানজনক এই উৎসবের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে অভিনেত্রীর এই সিনেমাটি। ইংরেজিতে যার নাম ‘হুইসপারস অব আ থ্রাস্টি রিভার’। গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। পাশাপাশি নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন মেহজাবীনও।

আবু সাইদ রানার সঙ্গে যৌথভাবে ‘প্রিয় মালতী’র চিত্রনাট্য তৈরির পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন শঙ্খ দাসগুপ্ত। এতে মালতী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। 

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শঙ্খ দাসগুপ্ত বলেন, কাজ করার সময় তো আর ফেস্টিভ্যালের কথা মাথায় থাকে না। তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে।

তিনি আরও বলেন, কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে ৪টি প্রদর্শনী রয়েছে ‘প্রিয় মালতী’র। যার মধ্যে ২টি উৎসবে আসা দর্শকদের জন্য, ১টি প্রেস শো এবং জুরিদের জন্য হবে আরেকটি প্রদর্শনী। শো–গুলোর শুরু ও শেষে থাকবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। যাতে অংশ নেওয়ার কথা রয়েছে নির্মাতা-অভিনেত্রীর।

প্রসঙ্গত, ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভীসহ আরও অনেকেই। 

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission