ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

‘ফ্যাঁকড়া’র জন্য অনেক ফ্যাঁকড়ায় পড়তে হয়েছে: নিশাত প্রিয়ম

আসিফ আলম

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০৬:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী নিশাত প্রিয়ম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ে নাটক ও ওটিটি মাধ্যমে জায়গা করে নেন তিনি। সম্প্রতি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। আসিফ চৌধুরী পরিচালিত সাত পর্বের এই থ্রিলার সিরিজে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। নতুন সিরিজ ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হলো আরটিভির। 

বিজ্ঞাপন

fakra-web-seris-poster-110525-02-1746943560

আরটিভি: ‘ফ্যাঁকড়া’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? 

বিজ্ঞাপন

নিশাত প্রিয়ম: ‘ফ্যাঁকড়া’ মুক্তি পেয়েছে ৮ মে। সেই হিসেবে এক সপ্তাহের বেশি সময় চলে গেছে। আলহামদুলিল্লাহ এখনও দর্শকদের কাছ থেকে বেশ পজেটিভ রিভিউ পাচ্ছি। 

আরটিভি: সিরিজটিতে আপনার চরিত্রটি নিয়ে জানতে চাই...  

495091274_3827397657404811_4413375860757479735_n

বিজ্ঞাপন

নিশাত প্রিয়ম: এই সিরিজে আমার চরিত্রের নাম অ্যানি। সে একজন সন্দেহপ্রবণ নারী। স্বামীর কোনো বিষয়ই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। এ ধরনের সন্দেহপ্রবণ নারী চরিত্রে এই প্রথম অভিনয়। সে কারণে চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।  

বিজ্ঞাপন

আরটিভি: ‘ফ্যাঁকড়া’র শুটিং করতে গিয়ে শুনেছি বেশ ঝামেলা পোহাতে হয়েছে, একটু বিস্তারিত জানতে চাই... 

48364097_388321538377016_8643264754237833216_n

নিশাত প্রিয়ম: আসলেই ‘ফ্যাঁকড়া’র শুটিং করতে গিয়ে অনেক ফ্যাঁকড়ায় পড়তে হয়েছিল আমাদের। বন্যা, বৃষ্টি, কারফিউ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি চেকিং সব মিলিয়ে বেশ ঝামেলার মাঝেই শুটিং করতে হয়েছে। তবে হ্যাঁ শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছি কেননা আমাদের টিমের প্রতিটি মানুষের সহযোগিতার কমতি ছিল না। একে অন্যের প্রতি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তা সত্যই প্রশংসা করার মতো।

475257420_1783156045560218_4064576241005394095_n

আরটিভি: অন্যদের তুলনায় আপনাকে পর্দায় একটু কম দেখা যায়, এর কারণ কী? 

নিশাত প্রিয়ম: আমার সর্বশেষ সিরিজ হলো ‘অদৃশ্য’। সেটি মুক্তি পেয়েছে ২০২৩ সালে। মাঝে কিছুটা গ্যাপ। আমি আসলে একটি বেঁছে বেঁছে ভালো গল্পের কাজ করতে চাই। বিশেষ করে ওটিটিতে কাজ করতে গেলে চরিত্রের জন্য নিজেকে ফুটিয়ে তুলতে একটু সময় বেশি লাগে। তবে হ্যাঁ আমি একটু বেছে বেছে কাজ করি তাই হয়তো অন্যদের থেকে আমাকে পর্দায় কম দেখা যায়। 

Untitled-2

আরটিভি: সিন্ডিকেট নিয়ে অনেক শিল্পী বিভিন্ন সময় নানা প্রশ্ন তুলেছেন, বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী? 

নিশাত প্রিয়ম: সিন্ডিকেট তো আছেই। এ ক্ষেত্রে এটি সিন্ডিকেট, অন্যদিকে একটি টিমের সঙ্গে কাজ করতে করতে তারা হয়তো বন্ধু হয়ে গেল। তারা হয়তো ব্যাক টু ব্যাক একসঙ্গে কাজ করছে। সেই জায়গা থেকে এটি নিয়ে অনেকে কথা তোলেন। সেই জায়গা থেকে অনেক শিল্পী কাজ কম পাচ্ছে। এটি একদিক থেকে ভালো না। আবার যারা টিম হয়ে ভালো কাজ করছে, সেদিকটা ভালো। যেহেতু আমার কাজের পরিমাণ কম, তাই এ বিষয়টি আমি ফেসও কম করি। 

485351898_1820507388491750_1768610179162044645_n

আরটিভি: সিনেমায় কবে দেখা যাবে? 

নিশাত প্রিয়ম: প্রত্যেক অভিনয়শিল্পীরই সিনেমায় অভিনয়ের স্বপ্ন থাকে। আমারও আছে। আমি এ পর্যন্ত অনেক সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি। এমন কোনো গল্প এখনও পাইনি, যে গল্পটা পড়ে মনে হয়েছে আমি এ সিনেমাটি করতে চাই। গল্প পছন্দ হলে অবশ্যই বড়পর্দায় কাজ করব। সে অপেক্ষায় আছি।

473089256_1770406900168466_8047739506746215221_n

আরটিভি: সামনে তো ঈদ, নতুন কাজ কী কী আসছে? 

নিশাত প্রিয়ম: আরেকটা সিরিজের কাজ করছি। একটা অ্যানথোলজিতেও কাজ করেছি। বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি। কবে, কখন প্রচারিত হবে, তা বলতে পারছি না; পরিচালকেরা এসব ভালো বলতে পারবেন।

আরটিভি/এএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |