ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

শামির বিতর্ক ছেড়ে মডেলিংয়ে হাসিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৯ জুলাই ২০১৮ , ০৭:২১ পিএম


loading/img

আবারও মডেলিংয়ে সরব হচ্ছেন হাসিন জাহান। সম্প্রতি তিনি ক্রিকেটার স্বামী শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা, খুনের চেষ্টা, বৈবাহিক ধর্ষণসহ বেশ কয়েকটি মামলা করেছেন হাসিন।

বিজ্ঞাপন

এরপরই শামি হাসিনকে ‘সংসার খরচ’-এর টাকা দেয়া বন্ধ করে দেন। শামির কাছ থেকে মাসিক ১০ লাখ টাকা ‘সংসার খরচ’ দাবি করে ফের আদালতের দ্বারস্থ হন হাসিন। সেই মামলা এখনও বিচারাধীন। আপাতত ৩ বছরের মেয়ের সঙ্গে কলকাতায় শামির ফ্ল্যাটেই থাকছেন হাসিন। কাজের জন্য শিগগিরই মুম্বাই চলে যেতে হবে তাকে।

শামি-বিতর্ক পিছনে ফেলে ফের মডেলিং করতে চলেছেন হাসিন। ভারতীয় গণমাধ্যমে হাসিন জানিয়েছেন, নিজের মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাকে আবার কাজের দুনিয়ায় ফিরতে হয়েছে।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই চিয়ারলিডার আপাতত মুম্বাইয়ে একটি সংস্থার মডেল হিসেবে কাজ করবেন। একসময় পেশাদার মডেল হিসেবে কাজ করেছেন হাসিন। ২০১৪ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডারও ছিলেন। কিন্তু বিয়ের পর সংসারের তাগিদে সেই পেশা ছে়ড়ে শামির সঙ্গে ঘর করার সিদ্ধান্ত নেন তিনি।

পরবর্তীকালে অভিনয় জগতেও নাম লেখানোর ইচ্ছে আছে বলে জানিয়েছেন হাসিন জাহান। খুব শিগগিরই তাকে দেখা যেতে পারে বড় পর্দায়।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |