আরটিভির এবারের ঈদুল আজহার বিশেষ আয়োজনে থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত জনপ্রিয় সিনেমা ‘যদি একদিন’। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ও তাহসান-শ্রাবন্তী অভিনীত এই চলচ্চিত্রটি প্রচার হবে ১২ জুলাই দুপুর ২টা ১০ মিনিটে।
বিজ্ঞাপন
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটি ২০১৯ সালের ৮ মার্চ নারী দিবসকে কেন্দ্র করে সারাদেশে মুক্তি পায়। দর্শকের হৃদয়ে নাড়া দেয় চলচ্চিত্রটি।
‘যদি একদিন’ সিনেমাটিতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করেন তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।