ঢাকাTuesday, 29 July 2025, 14 Shrabon 1432

৯৩ সেকেন্ডের অ্যাকশন(ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ , ০৮:৫৭ পিএম


loading/img
টিজারে আরিফিন শুভ।

একটি মিশন সফল করতে তুলকালাম করছেন নায়ক আরিফিন শুভ ও তার দল। শুধু বাংলাদেশের শহর, বন জঙ্গল, নদী নয়, দুবাইয়ের মরুভূমিতেও ছুটে গেছেন। ভরপুর এই অ্যাকশন দৃশ্য দেখা গেছে কাঙ্ক্ষিত ‘মিশন এক্সট্রিম’র চলচ্চিত্রের টিজারে।

বিজ্ঞাপন

আজ (১২ মার্চ) সন্ধ্যায় কপ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে টিজারটি।

টিজারে প্রথম ঝলকে দেখা গেছে, আরিফিন শুভ, তাসকিন, ঐশী, সাদিকা নাবিলা, সুমিত, মিশা সওদাগর, সুদীপকে। ঢাকাই ছবির আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এর মতো পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ এবারের ঈদুল ফিতরে মুক্তির পর দর্শক ভালোভাবে গ্রহণ করবেন বলে ধারণা করা যাচ্ছে!

বিজ্ঞাপন

মিশন এক্সট্রিম ‘ঢাকা অ্যাটাক’-এর পর দ্বিতীয় প্রয়াস। এটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ ও সানি সানোয়ার। গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানি সানোয়ার। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’-এ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, মনোজ, ইরেশ যাকের, আরেফ সৈয়দ নাজমুস সাকিব।

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |