ঢাকাThursday, 17 April 2025, 4 Boishakh 1432

'প্লেগ, গুটিবসন্ত, টিবি, পোলিও মহামারী দেখেছি, করোনাও কাটিয়ে উঠব'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২৭ মার্চ ২০২০ , ০৫:০৯ পিএম


loading/img
আশা ভোঁসলে

জীবনের ৮৬টা অধ্যায় পার করেছেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে। বহু অভিজ্ঞতায়, চড়াই উতরাই পার করে আজকের এই অবস্থানে তিনি। চোখের সামনে প্লেগে উজাড় হয়ে যেতে দেখেছেন একের পর এক জনপদ, হানা দিয়েছে গুটিবসন্ত, টিবি, পোলিও। কিন্তু দেখেছেন দিনের শেষে জয়ী হয়েছে মানুষ। ফলে করোনাভাইরাসের মুখোমুখি হয়েও আশাবাদী আশা ভোঁসলে। তার বিশ্বাস, এই দুর্যোগও মানুষ কাটিয়ে উঠতে পারবেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেছেন আশা। লিখেছেন, প্লেগ, টিবি, পক্স, পোলিও মহামারী দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। এই করোনা খারাপ ঠিকই কিন্তু আমরা নিশ্চয়ই জয়ী হব।

কালজয়ী সঙ্গীতশিল্পীর জন্ম ১৯৩৩ সালে। ১৯৭৪ সালের গুটিবসন্ত, ৯৪ সালের প্লেগ সংক্রমণ দেখেছেন তিনি। শৈশবে দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার এই অনুপ্রেরণার বার্তা পেয়ে ভক্তরা ধন্যবাদ দিয়েছেন।

বিজ্ঞাপন

শুধু আশা নন, অন্যান্য বলিউড তারকাও শুনিয়েছেন আশার বাণী। ঋষি কাপুর বলেছেন, করোনা সরে গেলে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। গেম ক্লাবগুলোয় ভিড় ধরবে না, রেস্তোঁরাগুলোর বাইরে ২ ঘণ্টা ধরে থাকবে লাইন, বাচ্চারা স্কুলে যাবে, সবাই কাজে ফিরবে, শেয়ার বাজার আকাশ ছোঁবে, আমরা সবাই রাস্তায় নেমে একে অপরের সঙ্গে হাত মেলাব। অপেক্ষা মাত্র কয়টা দিনের।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |