• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাঁধনের হালচাল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১২:৪২
আজমেরী হক বাঁধন
আজমেরী হক বাঁধন

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দর্শকনন্দিত এই তারকা অভিনেত্রী গেল ১৭ মার্চ থেকে ঘরবন্দি হয়ে আছেন। করোনার এই পরিস্থিতিতে ঘরে সময় কাটছে তার।

এই অবসরটা কীভাবে কাটাচ্ছেন বাঁধন। জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ডায়েরি লেখা থেকে দূরে ছিলাম। আবারও শুরু করেছি। আর নিয়মিত ব্যায়াম করছি। পাশাপাশি বই পড়া তো সিনেমা দেখা তো আছেই। মাঝে মাঝে ভিডিও কলে সবার খোঁজ খবর নিচ্ছি।

একটা পরিবর্তন নিয়ে বাঁধন বলেন, আমি আগে ফেসবুক লাইভে আসতাম না। এই সময়ে ফেসবুক লাইভেও থাকছি। সবাইকে সচেতন করার চেষ্টা করছি।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। মডেলিং ও অভিনয়ে দারুণ জনপ্রিয় বাঁধন। অভিনয়ের পাশাপাশি ২০০৯ সালে বাংলাদেশ মেডিকেল কলেজের অধীনে দন্ত চিকিৎসা বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি।

এদিকে খুব গোপনে একটি ছবির কাজ শেষ করেছেন বাঁধন। পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ, লাইভ ফ্রম ঢাকা দিয়ে নিজেকে চিনিয়েছেন যিনি। জানা গেছে এই ছবির নাম ‘মারিয়া’।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বছরেই ফের বিয়ের পিঁড়িতে বসবেন বাঁধন!
সরে দাঁড়ালেন বাঁধন, মুখ খুলতে নারাজ
এবার জুরির দায়িত্ব পেলেন বাঁধন
খেলাধুলা, বিনোদন, শরীরচর্চা ইসলামেরই অংশ: ফখরুদ্দিন মানিক