এবার জুরির দায়িত্ব পেলেন বাঁধন
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে নাটক, মডেলিং ও সিনেমায় নিজের কাজের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার জানা গেল, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁধন।
উৎসবের ওমেন ফিল্মমেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধন নিজেই জানিয়েছেন এ তথ্য। এ ছাড়া উৎসবের অফিশিয়াল সাইটেও প্রকাশ করা হয়েছে তথ্যটি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ ভালো লাগছে। দেশের কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি। এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছি। এ ছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে। অনলাইনে জুরির কাজ করেছি। সেখানে নানা রকম সিনেমা দেখেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।
অভিনেত্রী বলেন, এর আগে বেলজিয়ামের ব্রাসেলসের আই অ্যাম টুমরো চলচ্চিত্র উৎসব ও ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে অনলাইনে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে নিজে উপস্থিত থাকব। উৎসবে সিনেমা দেখব, অন্য জুরিদের সঙ্গে আড্ডা হবে, সিনেমা নিয়ে কথা হবে, সেটি আমার জন্য ভীষণ এক্সাসাইটিং ব্যাপার।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, ওমেন ফিল্মমেকার বিভাগে জুরি হিসেবে বাঁধনের সঙ্গে দায়িত্ব পালন করবেন আরও তিনজন। তারা হলেন অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের প্রযোজক ও চলচ্চিত্র সমালোচক মেই পো রেইনবো ফঙ এবং ইরানি অভিনেত্রী হোদা মোগহাদ্দাম মানেশ।
এ ব্যাপারে মুজতবা জামাল জানান, আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবটির পর্দা নামবে ১৯ জানুয়ারি।
আরটিভি/এইচএসকে/এস
মন্তব্য করুন