ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আমিরকে বাবা বলে অস্বীকার ছেলের!

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। তার ছেলে জুনেইদ খান। প্রথম ছবি ‘মহারাজ’-এ মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন। নাম লিখিয়েছেন পরের ছবিতে। তবে স্টার কিড থেকে তারকা খ্যাতিন পেলেও আচরণে সে ছাপ নেই জুনেইদের। সাদামাটা চলাফেরায় ব্যাঘাত না ঘটাতে একবার আমিরকে বাবা হিসেবে অস্বীকার করে বসেন আমিরপুত্র।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে সেরকম একটি ঘটনা একাধিকবার ভাগ করে নিয়েছেন জুনেইদ। তার কথায়, মুম্বাইয়ে যা ট্রাফিক, তাতে গাড়ির থেকে অটো চড়াই শ্রেয়। অনেক সময় বাঁচে। আর তাছাড়া আমি এমন কোনো বড় তারকা নই যে সবাই আমার মুখ চেনেন। একবার হয়েছে কী, নাটকের মহড়ায় যাওয়ার জন্য অটোয় চেপেছি। হঠাৎ দেখি, যশরাজ ষ্টুডিও থেকে গাড়ি চেপে বাবা ফিরছে। আর দাঁড়াবি তো দাঁড়া আমার অটোর পাশেই দাঁড়াল বাবার গাড়ি। স্বভাবতই আমাকে দেখে জানলার কাচ নামিয়ে হাল-হকিকত জিজ্ঞেস করল বাবা। আমিও কথা বললাম টুকটাক। এদিকে সবটা তখন বিস্ফোরিত চোখে গিলছেন ওই অটোচালক। বাবা চলে যাওয়ার পর প্রায় চিৎকার করে জিজ্ঞেস করে উঠলেন –আপনি ওঁকে চেনেন কীভাবে?

aamir-khan-loveyapa-062951613-3x4

বিজ্ঞাপন

তখন নিজেকে আড়াল করতে বাবার পরিচয়ই অস্বীকার জুনেইদ। কোনোরকম আমতা আমতা আমতা করে অটোচালককে জবাব দিয়েছিলেন আমির খান ও তার বাড়ি একই অঞ্চলে। তাছাড়া তার মা-দাদি বেনারসের মানুষ। সেই সূত্রে আমির খানকে চেনেন তিনি।

জুনেইদের দ্বিতীয় ছবির নাম ‘লভইয়াপ্পা’। এতে তার সঙ্গে দেখা যাবে শ্রীদেবীকন্যা খুশি কাপুরকে। রোমান্টিক-কমেডি ঘরানার এ ছবির পরিচালক অদ্বৈত চন্দন। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |