যে ইচ্ছে পূরণ না হওয়ায় এখনও আফসোস করেন শাবানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ০৭:৩০ পিএম


যে ইচ্ছে পূরণ না হওয়ায় এখনও আফসোস করেন শাবানা
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা। দীর্ঘদিনের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে ক্যারিয়ারের সুসময়ে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন বাংলা সিনেমার এই সফল নায়িকা। 

বিজ্ঞাপন

দুই হাজার সালের পর চলচ্চিত্র ছেড়ে সপরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জননন্দিত এই নায়িকা। ব্যক্তিগত কাজ মাঝে মধ্যে দেশে এলেও চলচ্চিত্র অঙ্গনের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেননি তিনি।

কয়েক বছর আগে শাবানা দেশে এসেছিলেন, সেসময়ই জানিয়েছিলেন তার একটা অপূর্ণ ইচ্ছের কথা। যে ইচ্ছে পূরণ না হওয়ায় এখনো আফসোস করেন শাবানা।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সুভাষ দত্ত আমাকে খুবই পছন্দ করতেন। বলতেন, তোমার মুখের আদলটা বেগম রোকেয়ার মতো। তার কথা শুনে মনে মনে খুবই খুশি হয়েছিলাম। কারণ এমন একজন নারীর সঙ্গে আমার তুলনা করেছেন বিখ্যাত এই নির্মাতা, এটা দিগুণ আনন্দের বিষয়। সুভাষ দত্ত বলেছিলেন, আমি বেগম রোকেয়াকে নিয়ে একটি সিনেমা বানাবো, সেখানে তুমি অভিনয় করবে। আমারও ইচ্ছে হয়েছিল পর্দায় বেগম রোকেয়া হতে। ৩০ বছর আগে সেই সিনেমার শুটিং শুরুও হয়েছিল। কিন্তু শেষ হয়নি। শুটিং থমকে যায়, আর আমার বেগম রোকেয়া হওয়ার স্বপ্ন থমকে যায়। সেই অপূর্ণ ইচ্ছা আমাকে এখনো ভাবায়, আফসোস তৈরি হয়।

জানা গেছে, ‘বেগম রোকেয়া’ নামের সিনেমাটির মহরতও হয়েছিল। হয়েছিল এক দিনের শুটিংও। কিন্তু সিনেমাটি আর এগোয়নি।

শাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন প্রায় ২৫ বছর আগে। অন্যদিকে, সুভাষ দত্ত প্রয়াত হয়েছেন এক যুগ আগে। আর কখনোই ‘বেগম রোকেয়া’ সিনেমাটি আলোর মুখ দেখবে না সেটা স্পষ্ট।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission