ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

৭৯তম জন্মদিনে সোহেল রানার নতুন চমক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। অভিনেতার পাশপাশি তিনি একজন প্রযোজক ও পরিচালকও। অভিনয়ে নাম লেখানোর আগেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তিনি। পরে সিনেমায় নিয়মিত হলে রাজনীতিতে অনিয়মিত হয়ে পড়েন। কয়েক বছর অভিনয়ে অনিয়মিত হতেই ফের সরব হয়েছেন রাজনীতিতে। সম্প্রতি ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দলের।

বিজ্ঞাপন

এদিকে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ৭৮ পূর্ণ করে ৭৯তম জন্মদিনে পা রাখছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ড্যাশিং হিরো খ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা। বিশেষ এই দিনে রাত আটটায় Eyes On পেজ ও Eyes On YouTube চ্যানেলে তার প্রথম পডকাস্ট ‘আমি সোহেল রানা’ এর টিজার উন্মুক্ত  হবে। খুব দ্রুতই প্রচার শুরু হবে পডকাস্টটি। 

এবারের ২১ ফেব্রুয়ারি ৭৮ পূর্ণ করে ৭৯তম জন্মদিনে পা রাখছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ড্যাশিং হিরোখ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা। 

বিজ্ঞাপন

এদিকে, সোহেল রানার নেতৃত্বে ইতোমধ্যে নতুন রাজনৈতিক দলের ইতমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে। প্রাথমিকভাবে দলটির নাম রাখা হয় ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’ (বিআইপি), যাদের লোগোতে শোভা পেয়েছে শান্তির প্রতীক পায়রা। তবে অনিবার্য কারণ বশত সংশোধোন করে নতুন ওই রাজনৈতিক দলের রাখা হয়েছে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’।

প্রসঙ্গত, প্রায় ছয় বছর হলো অঘোষিতভাবে ঢালিউড ছেড়েছেন সোহেল রানা। বিশেষ কোনো চরিত্র ছাড়া অভিনয়ের ইচ্ছা নেই। এ নায়ক জানান, কেউ যদি জেনারেল আতাউল গনি ওসমানীর চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, তবে করবেন। 

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |