ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, নতুন জটিলতায় ফারহা খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। সম্প্রতি হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাকে সবাই মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ।
 
জানা গেছে, এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে এসেছিলেন ফারাহ খান। সেখানে এসেই তিনি এদিন দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন। জানা গেছে, ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

channels4_profile

সেই অভিযোগে বিকাশ ফটক জানিয়েছেন ফারাহ খান নাকি ওই শোতে বলেছেন দোল হলেঅ অশিক্ষিত, সমাজের নিম্ন স্তরের মানুষদের উৎসব। তার মতে এটা একটি অবমাননাকর মন্তব্য।

বিজ্ঞাপন

ফারাহ খানের এই কথা তাকে, তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলেও এই অভিযোগে জানান বিকাশ। শুধু তার নয়, বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছেন বলেই তিনি জানান।

আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেন, আমার ক্লায়েন্ট জানিয়ে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না। বরং অবমাননা করেছে। এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে।

ফারাহ খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক। সেখানেই তিনি দোল নিয়ে এই বেফাঁস মন্তব্য করায় একদিকে যেমন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপেরও শিকার হন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |