ঢাকাMonday, 14 April 2025, 1 Boishakh 1432

আরটিভিতে ঈদের সপ্তম দিন যা দেখবেন

আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ১২:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই নতুন নাটক থেকে শুরু করে বিশেষ আয়োজন করে থাকে আরটিভি। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও আট দিনব্যাপী নতুন নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠানসহ বিশেষ আয়োজন করেছে জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি। একনজরে দেখে নেওয়া যাক আজকের আয়োজন।

বিজ্ঞাপন

১০টা ১০মি. : বাংলা ছায়াছবি ‘‘মুখোশ’’। 

অভিনয়ে: মোশাররফ করিম,পরিমানি, রোশান প্রমুখ।

বিজ্ঞাপন

২টা ১০মি. : বাংলা ছায়াছবি ‘‘প্রেমী ও প্রেমী’’।

অভিনয়ে: আরেফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ। 

বিকাল ৫টা ৩০মি.: জুলাই বিপ্লবের শহীদ পরিবারের ঈদ নিয়ে অনুষ্ঠান
‘আমরা তোমাদের ভুলিনি’।

বিজ্ঞাপন

তথ্য সরবরাহ ও তথ্য সম্পাদনা: হাসান ইনাম। 

প্রযোজক: সুজন আহমেদ।

বিকাল ৬ টা ০০ মি. : টক শো “ঈদ কার্ণিভাল”; অতিথি: উপস্থাপনায়: ইমতু রাতিশ।

প্রযোজক দিপু হাজরা।

রাত ৭টা : একক নাটক “দুই জীবন’’।

রচনা: গোলাম সারওয়ার অনিক।

পরিচালনায়: সাদমান রনি; অভিনয়ে: সাদিয়া আয়মান, শাশ্বত দত্ত প্রমুখ।

৮টা : একক নাটক “কাছাকাছি পাশাপাশি’’।

রচনা: মেজবাহউদ্দীন সুমন।

পরিচালনায়: শিশির আহমেদ

অভিনয়ে: মনোজ প্রামাণিক, সাদিয়া, আইমান প্রমুখ।

৯ টা ১০মি. : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘‘এক্সকিউজ মি প্লিজ’’।

রচনা ও পরিচালনা: সহিদ উন নবী। 

অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ।

৯ টা ৩০মি: একক নাটক ‘‘হেলিকপ্টার’’।

রচনা ও পরিচালনায়: রাকায়েত রাব্বী।

অভিনয়ে: মনোজ প্রমাণিক, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

১১ টা ৩০মি. : একক নাটক ‘‘মোবাইল মফিজ’’।

পরিচালনায়: মাবরুর রশিদ বান্নাহ।

অভিনয়ে: আব্দুন নূর সজল, নাঈমা আলম মাহা প্রমুখ। 
১২ টা .০০ মিনিটে : নিউজ টপটেন।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |