সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা নবাব শেখ আরটিভির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা আরটিভি কর্তৃপক্ষের নজরে এসেছে। বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে নবাব শেখ দাবি করেন, তার তৈরি ‘চলমান খাট’ গাড়ির ভিডিও ভাইরাল হওয়ার পর আরটিভি সেটি নিজেদের বলে প্রচার করে এবং ফেসবুকে কপিরাইট রিপোর্ট করে, যার ফলে তার ফেসবুক পেজ বন্ধ হয়ে যায়। তার এ দাবি পুরোপুরি সত্য নয়।
ঘটনার প্রকৃত বিবরণ
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সময় তার প্রকৃত উৎস বা মালিকানা নির্ধারিত ছিল না। সেই সময়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমের মতো আরটিভির একজন প্রতিবেদক বিষয়টির সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ভিডিওটি প্রকাশ করেন। কিন্তু ভুলবশত ভিডিওটি ফেসবুক রাইটস ম্যানেজারে যুক্ত হয় এবং এতে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের সিস্টেম থেকে কিছু পেজে রেভিনিউ ক্লেম তৈরি হয়। এটি ছিল একান্তই স্বয়ংক্রিয় এবং অনিচ্ছাকৃত একটি ইস্যু— যা কপিরাইট স্ট্রাইক কিংবা টেকডাউন ছিল না।
পরবর্তীতে বিষয়টি আরটিভি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে ভিডিওটি রাইটস ম্যানেজার থেকে অপসারণসহ সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।
আরটিভির অবস্থান
আরটিভি কখনই কোনো ব্যক্তিগত ভিডিওর কপিরাইট দাবি করেনি বা কারও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমস্যা সৃষ্টির উদ্দেশ্যে কোনো রিপোর্ট দেয়নি। নবাব শেখের ফেসবুক পেজ বন্ধ হওয়ার সঙ্গে আরটিভির কোনো সম্পৃক্ততা নেই।
সকল গণমাধ্যম ও সাধারণ দর্শকদের কাছে বিনীতভাবে অনুরোধ, দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখা হোক, তথ্য যাচাই ছাড়া এমন বিভ্রান্তিকর অভিযোগ প্রচার থেকে বিরত থাকা হোক। আরটিভি সবসময় সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
আরটিভি/আরএ