স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা।
রাত সোয়া ৮টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দেবে জিনেদিন জিদানের শিষ্যরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ভাগাভাগি করতে থাকা রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এককভাবে শীর্ষে ওঠার। কিন্তু মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রেকর্ডটা ভালো নয় লস-ব্লাঙ্কোজদের। শেষ ৬ ম্যাচে জয় মাত্র ১টিতে; ৩টি ড্র আর ২টি হার।
অন্য ম্যাচে রাত সাড়ে ১০টায় এস্তাদিও দি গ্রান ক্যানরিয়াতে লাস পালমাসের মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিকে কাতালান ডার্বিতে এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। এস্তাদিও কর্নেয়া-এল প্রাতে খেলা শুরু হবে রাত পৌনে ১টায়।
মৌসুমের বাকি সময়ে এটিই তুলনামূলক কঠিন ম্যাচ মেসি-সুয়ারেজদের। তবে ডার্বির সবশেষ ১৫ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে বার্সা। ছন্দে আছে এস্পানিওলও। ঘরের মাঠে সবশেষ ৮ ম্যাচের ৬টিতেই জয় তুলে নিয়েছে তারা।
ডিএইচ