ঢাকাWednesday, 16 April 2025, 3 Boishakh 1432

গুজরাটে ভয়াবহ বন্যায় ২৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ , ০৮:৪৭ এএম


loading/img
ফাইল ছবি

ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে। 

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 
 
রাজ্যটির বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়িসহ সবকিছু।
 
গুজরাটের ত্রাণ কমিশনার অলোক পান্ডে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী নামানো হয়েছে।
 
এদিকে, বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে টেলিফোনে কথা বলেন এবং তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |