• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বন্যাকবলিত মানুষের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১৭:২৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর জেলার নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা ও ময়মনসিংহ জেলার ধোবাউরা ও হালুয়াঘাটসহ কিছু এলাকা। ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল আর বৃহস্পতিবারের ব্যাপক বৃষ্টির কারণেই নালিতাবাড়ী ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী সালমা আক্তার। তার সামাজিক সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ১৫ থেকে ২০ সদস্যের টিম কাজ করছে বন্যার্ত অঞ্চলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সালমা লেখেন, ‘বন্যা পরিস্থিতি বেশি খারাপ কোনদিকে? একটু জানান, প্লিজ! আমার সাফিয়া ফাউন্ডেশন থেকে ৩ হাজার মানুষের খাবার, সুপেয় পানি পাঠানোর টার্গেট। ধন্যবাদ।’

সালমা বলেন, ‘আমাদের জীবনটা ছোট। কে কখন বিপদে পড়বেন কেউ জানি না। সেখান থেকে উদ্ধার করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। তাই আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করছি। আপনারাও এগিয়ে আসুন।’

বন্যা কবলিত মানুষের সহায়তা করে নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন এই কণ্ঠশিল্পী। সালমার পোস্টের মন্তব্যের ঘরে রেজাউল করীম রানা নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ আপু এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনার প্রতি দোয়া রইলো। আমাদের শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ী, জিনাইগাতির কিছু কিছু গ্রামে, বন্যার অবস্থা খুব বেশি খারাপ। সুতরাং প্লিজ ওইসব এলাকায় বন্যা কবলিতদের সহযোগিতা করুন।’

সোমবার (৭ অক্টোবর) রাতে বন্যা কবলিত প্রায় ৩ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে সাফিয়া ফাউন্ডেশন।

প্রসঙ্গত, শিশুকন্যা সাফিয়ার নামে স্বেচ্ছাসেবী সংস্থা সাফিয়া ফাউন্ডেশন গড়ে তুলেছেন সালমা। ২০১৮ সালে চালু করার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষকে সাহায্য করছে এই সংস্থাটি। সালমার এই সংস্থার কাজ এগিয়ে নিতে সহায়তা করেন তার স্বামী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাদের-সালমানের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের
সায়েম-সালমান নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান
নতুন মামলায় গ্রেপ্তার সালমান, ইনু ও মেনন 
বাংলাদেশি শিল্পীদের বয়কটের ডাক, জয়া-চঞ্চল ইস্যুতে যে বার্তা দিলেন বিজেপি নেতা