• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৫

আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৫
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সময় একটি স্বর্ণের খনি ধসে কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েক জন নিখোঁজ রয়েছেন।

দেশটির স্থানীয় দুর্যোগ বিভাগ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির

প্রাদেশিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব বলেছেন, ভারী বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিধসের ঘটনা ঘটে।

তিনি বলেন, মূলত একটি স্বর্ণের খনিতে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন চাপা পড়েছেন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইলহাম ওয়াহাব বলেন, ভূমিধসের ঘটনায় তিন জন আহত হয়েছেন ও এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন।

খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জটিজুড়ে লাইসেন্সবিহীন বহু খনি রয়েছে। সেখানের পরিত্যাক্ত সাইটগুলোতে স্থানীয়রা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই স্বর্ণের সন্ধান করে থাকে। ইলহাম খনিটি অবৈধ কিনা তা নিশ্চিত করতে পারেননি।

তবে তিনি বলেন, নিখোঁজদের সন্ধানের প্রচেষ্টা চলমান থাকায় সাইটের সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। দুর্গম অবস্থানের কারণে উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ পুলিশ, সেনা ও বেসামরিক ব্যক্তিদেরসহ উদ্ধারকারীদের ঘণ্টার পর ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
আ.লীগ কর্মীর হাঁসুয়ার কোপে বিএনপি কর্মী নিহত