ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ মে ২০২৫ , ০২:৩২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির একদিন পর সীমান্তবর্তী রাজস্থানের বার্মারের আকাশে রোববার (১১ মে) ড্রোন দেখা গেছে। এরপর সেখানে ব্ল্যাকআউট শুরু করে স্থানীয় প্রশাসন। তবে এ ড্রোন কোথা থেকে এসেছে সেটি নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

বার্মার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেটের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, ড্রোনের আগমন পরিলক্ষিত হয়েছে। দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাকআউট পালন করুন।

এর আগে, রাজস্থানের জয়সালমারে পূর্বসতর্কতার অংশ হিসেবে ব্ল্যাকআউট পালন করা হয়। জয়সালমারে ব্ল্যাকআউট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। অপরদিকে বার্মারে ব্ল্যাকআউট শুরু হয় রাত ৮টা থেকে।

বিজ্ঞাপন

গতকাল শনিবারও সীমান্তবর্তী এলাকায় একই দৃশ্য দেখা যায়। তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয়। তবে রোববার সকাল থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানুষ বাইরে বের হন এবং আজ সেখানে বাজারও খুলেছিল।

এদিকে ভারতের সেনাবাহিনী আজ এক সতর্কবার্তায় বলেছে, পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেনাপ্রধান স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন।

গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এরপর ১০ মে রাতে আবারও হামলা চালায় তারা। ভারতীয়দের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। এমন হামলা পাল্টা হামলার মধ্যে ওইদিন বিকেলেই হঠাৎ করে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এদিন সন্ধ্যায় জম্মু-কাশ্মিরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ রাজস্থানে দেখা মিলল ড্রোনের।

বিজ্ঞাপন
Advertisement

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |