সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ১০:৩১ এএম


সীমান্তে ফের বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত
ফাইল ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ফের গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। এতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে। 

আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, সামছু মিয়াসহ আরও চারজন বাংলাদেশি চোরাচালানী মালামাল আনার জন্য অবৈধভাবে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। পরে বিএসএফ সদস্যরা তাদের গুলি করলে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে তারা দ্রুত বাংলাদেশে পালিয়ে আসেন এবং আহত সামছুকে হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ ব্যাটেলিয়ন (২৮ বিজিবির) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

একইসঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission