ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

‘পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৬:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিন ধরে ইরান এবং ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মাঝেই গুঞ্জন উঠেছে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ইসরায়েল। এমনটি ঘটলে ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তানও।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেনারেল মোহসেন বলেন, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরান-ইসরায়েল হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠেছে। গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে, যাতে অন্তত ২২৪ জন ইরানি নিহত হয়েছে বলে দাবি তেহরানের। নিহতদের মধ্যে শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

বিজ্ঞাপন

জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোমবার সকালেও ইরান বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এসব হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বাড়ছে এবং বহু লোক আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই মুসলিম দেশ পাকিস্তান ও কাতার। সেই সঙ্গে পুরো মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। তাই পরিস্থিতি খারাপ হলে ইরানের পক্ষ নিয়ে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |