৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী, ঘটনা কী

অন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৭:৪৮ পিএম


৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত তরুণী, ঘটনা কি
ছবি: এআই দিয়ে তৈরি

তরুণী নিখোঁজের খবর প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে এবার এটি মহামারি আকারে ধারণ করেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায়। যেখানে গত ৫ মাসে নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ বিবাহিত তরুণী।

বিজ্ঞাপন

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের গণমাধ্যম কলকাতা প্রতিদিন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৫৩৬ জন তরুণী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত। সেই হিসেবে প্রায় ৫০০ জন বিবাহিত তরুণী।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ নারীদের অনেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে গোপনে ঘর ছেড়েছেন। তদন্তে জানা গেছে, কেউ কেউ বাইক থাকা যুবকের হাত ধরে পালিয়ে গেছেন। এ ছাড়াও স্বামীর বন্ধুর সঙ্গে গড়ে তোলা সম্পর্কে জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, অধিকাংশ ক্ষেত্রেই এই নারী-পুরুষদের আলাপ হয়েছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে। এমনকি অনেক নারী ছোট ছোট সন্তান রেখে, পরিবারকে কিছু না জানিয়েই ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে গেছেন।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজ নারীদের উদ্ধার করলে তারা স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে। 

আরও পড়ুন

এতে অনেকেই প্রশ্ন তুলেছে এটা কি নিছক টাকার মোহ, নাকি দীর্ঘদিনের দাম্পত্য বিষণ্নতার এক জটিল বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে, এই নিখোঁজ হওয়ার প্রবণতা নিছক ব্যক্তিগত ইস্যু নয়, বরং এটি সমাজে চলমান এক গভীর মানসিক ও সম্পর্কভিত্তিক সংকটের ইঙ্গিত। মোবাইল ও সোশ্যাল মিডিয়া হয়তো নিঃসঙ্গ তরুণীদের জন্য এক নতুন ‘পালাবার দরজা’ খুলে দিয়েছে।

আরটিভি/এসআর -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission