ঢাকাThursday, 08 May 2025, 25 Boishakh 1432

গোলাপের সুগন্ধের জিনগত রহস্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ০১ মে ২০১৮ , ০৫:৫৯ পিএম


loading/img

প্রথমবারের মতো গোলাপের জিনগত কাঠামো উন্মোচন করলেন বিজ্ঞানীরা। এই রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। খবর বিবিসি।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল এই গবেষণা করেছেন। ওই বিজ্ঞানীরা জানান, আগামীতে নতুন রং এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে।

ফ্রান্সের লিও শহরে এই গবেষণা প্রকল্পটিতে নেতৃত্ব দিয়েছেন মোহামেদ বেনদাহমানে।

বিজ্ঞাপন

মোহামেদ বেনদাহমানে জানান, আট বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোন জিন গোলাপের গন্ধ তৈরি করে। আর কোন জিন রং তৈরি করে। এছাড়া কোন জিনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়।

এই গবেষণায় ছিলেন ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ বিজ্ঞানী। তাদের এই গবেষণা থেকে এখন জানা যাবে কেন গোলাপের রং এবং গন্ধ এতো ভিন্ন ভিন্ন হয়।

গোলাপচাষিরা এখন আরও সুন্দর রং এবং মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ চাষ করতে পারবেন। যে গোলাপগুলোতে পোকা লাগবে না এবং ফুলদানিতে আরও বেশিদিন তাজা থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হাজার হাজার বছর আগে সম্ভবত চীনে প্রথম গোলাপের চাষ শুরু হয়। সুগন্ধি তৈরির জন্য রোমান সাম্রাজ্যের সময় মধ্যপ্রাচ্যে ব্যাপক গোলাপ চাষ করা হতো। এছাড়া বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে গোলাপের পাপড়ি ছেটানোর চল ছিল ওই সময়। পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডে গোলাপ রাজ সিংহাসন দখলের প্রতীক হয়ে উঠেছিল।

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |