• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

বিপিএলে ৭ উইকেট পাওয়ার রহস্য ফাঁস করলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
তাসকিন
ছবি- সংগৃহীত

কয়েক বছর ধরেই বিপিএলের উইকেটের মান নিয়ে প্রশ্ন তুলে আসছিল ক্রিকেটাররা। তবে এবার স্পোটিং উইকেট তৈরি করতে সফল হয়েছে বিসিবি। প্রতি ম্যাচেই রান হচ্ছে, যার ফলে বোলারদের বাউন্ডারি হজমের ভয়ে থাকতে হচ্ছে। আর এই ভয়ের কারণেই ঢাকার বিপক্ষে ৭ উইকেট পেয়েছেন তাসকিন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ম্যাচ পরর্বর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তাসকিন।

এবারের বিপিএলের উইকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তাসকিন বলেন, সত্য বলতে গত দুই তিন বছরের তুলনায় এবারের বিপিএলটা আমি উপভোগ করছি। স্পোর্টিং উইকেট, রান হচ্ছে মানে মাথার মধ্যে এই জিনিসটাই আছে, আমাকে সফল হতেই হবে। না হলে, বাউন্ডারি খেতে হবে।

এ ছাড়াও মাঠে এসে দলকে সাপোর্ট করায় দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ঢাকার বিপক্ষে ৭ উইকেট শিকার করা তাসকিন। তার ভাষ্য, দর্শকদের ধন্যবাদ জানায়, তারা মাঠে এসে সার্পোট দিচ্ছে। সবমিলিয়ে এবারের বিপিএলটা উপভোগ করছি।

সাধারণত বোলারদের মূল লক্ষ্য থাকে ফাইফার নেওয়া। সেখানে তাসকিন ৭ উইকেট পেয়েছে, তা-ও আবার টি-টোয়েন্টি ক্রিকেটে। তাই এই পেসারের কাছে প্রশ্ন করা হয় কখনও এমনটা ভেবেছে কি না।

জবাবে তিনি বলেন, হুম ভেবেছি তো অবশ্যই না হলে, হতো না। হয়তো সবসময় হয় না, ভাগ্য সহায় হয় না। এই ম্যাচের আগেই টিমের একজন বলছিল ভাই আজকে ৪ উইকেট নিবেন। আমি বললাম বললি যখন ৪ উইকেট কেনো আরও বেশি করে নিতে বল।

ঢাকা বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্স। এমন পারফরম্যান্স গর্বের বলে মনে করেন তিনি।

তাসকিন বলেন, অবশ্য এটা অনেক গর্বের ব্যাপার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবার ওপরে আমার নাম থাকবে।

বিপিএলে ১৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করা মোহাম্মদ আমির আছে দ্বিতীয়তে। ২০২০ বিপিএলে খুলনার হয়ে এই পারফরম্যান্স করেছিলেন এই পাক পেসার। ৫ উইকেট শিকার করে তিনে আছে আরেক পাকিস্তানি মোহাম্মদ শামি।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
নায়িকা অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, শরীরে ছিল আঘাতের চিহ্ন
ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কোথায়?
এক দিনেই ১৫ উইকেট, রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট