ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সিরিয়ায় হামলা চালাতে ইরাককে অনুমতি দিলেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮ , ০৮:৫৬ এএম


loading/img

সিরিয়ার অভ্যন্তরে অবস্থানরত উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (দায়েশ)-র অবস্থানে তাৎক্ষণিক পূর্ব অনুমতি ছাড়াই হামলা চালাতে পারবে ইরাকের জঙ্গিবিমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরাক সরকারকে এই আগাম অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। খবর পার্সটুডের।

বিজ্ঞাপন

ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রাশিয়ার নিউজ চ্যানেল আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং দায়েশের অবস্থানে বোমা হামলা চালাতে পারেব।

অবশ্য দায়েশের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামেস্কের কাছে হস্তান্তরেরও আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

বিজ্ঞাপন

ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ এ অনুমতি দিয়েছেন তা জানানো হয়নি। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সিরিয়া সফর করে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর জঙ্গিমিান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে দায়েশের অবস্থানে বোমাবর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে দায়েশ জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয় এবং এতে ৩০ জঙ্গি নিহত হয় বলে বাগদাদের বিবৃতিতে জানানো হয়। সিরিয়ার একই শহরে ইরাকি জঙ্গিবিমানের আলাদা হামলায় অপর ১৪ দায়েশ জঙ্গি নিহত হয়।

আরো পড়ুন : 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |