ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৫:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

চলতি অর্থবছরের বোরো মৌসুমের ধান, চাল ও গমের সংগ্রহ আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ উপলক্ষে বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে ব্রিফকালে খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান। 

তিনি বলেন, গতবারের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশিতে ধান ও সিদ্ধ চাল কেনা হবে। চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লাখ টন ধান কেনা হবে। আর ৪৯ টাকা কেজি দরে কেনা হবে ১৪ লাখ টন সিদ্ধ চাল।
 
এ ছাড়া সরকার ৩৬ টাকা কেজি দরে গম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরবরাহের জন্য দেশি ও বিদেশি উৎস থেকে চাল ও গম সংগ্রহ করে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচি, অতিদরিদ্রদের খাদ্য সহায়তা, কাজের বিনিময়ে খাদ্য, ওএমএস, টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি এবং জরুরি রেশন ও ত্রাণ সরবরাহের জন্য সংগ্রহ করা হয় এসব খাদ্যশস্য। 

এতে বাজারে সরকারি সরবরাহ বজায় থাকায় চালের দাম নিয়ন্ত্রণে থাকে ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

বোরো মৌসুমেই সরকার অভ্যন্তরীণ উৎস থেকে সবচেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করে থাকে। ২০২৪ সালের বোরো মৌসুমে ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তখন প্রতি কেজি ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকায় সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |