• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলো পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৭
আদিল আব্দুল মাহদি
ছবি সংগৃহীত

ইরাকের পার্লামেন্ট সে দেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির পদত্যাগপত্র গ্রহণ করেছে। গতকালের অধিবেশনে পার্লামেন্টের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তারা নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সালিহ বারহামকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এর আগে আদিল আব্দুল মাহদি পদত্যাগপত্র জমা দিয়ে অবিলম্বে স্থলাভিষিক্ত নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন।

আব্দুল মাহদি পদত্যাগের পর মন্ত্রিসভায় এক ভাষণে বলেছেন, দায়িত্ব নেয়ার এক বছর পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নতুন কাউকে এ দায়িত্ব নিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি শান্ত করতে তার পদত্যাগ জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ইরাকে চলমান বিক্ষোভ ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিক্ষোভকে শান্তিপূর্ণ হিসেবে গণ্য করে পদক্ষেপ নিলেও এতে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে।

আব্দুল মাহদি বলেন, সরকার রক্তপাত এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছে কিন্তু কেউ কেউ দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ইরাকের প্রধানমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে ইরাকে দুর্নীতি দমনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছে সেদেশের জনগণ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ
কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের মানববন্ধন
যুদ্ধবিরতির বিরোধিতায় ইসরায়েলের ৩ মন্ত্রীর পদত্যাগ
ট্রাম্পের শপথের আগেই ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ