ভিট তারকা লুৎফুন নাহার আশা। কদিন আগে ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইনের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। ধানমণ্ডির ঝিগাতলা বাসস্টান্ডে এ কার্যক্রমে অংশ নেন।
এ ব্যাপারে জানতে চাইলে আশা বললেন, 'সমাজের উন্নয়নমূলক কাজে তরুণরা সবসময়ই সবার আগে এগিয়ে এসেছে। আমার বিশ্বাস তরুণদের প্রতিনিধি হিসেবে অনেকেই এগিয়ে আসবেন এবং এই মহৎ উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন'।
এ অভিনেত্রী আরো বললেন, 'সমাজের প্রতিটা মানুষ যদি তার অবস্থান থেকে ময়লা আবর্জনাগুলো সঠিক জায়গায় ফেলার অভ্যাস করেন। তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে খুব সহজে পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই সম্ভব'।
আশা'র মিডিয়ায় পথচলা শুরু হয়েছিল ভিট চ্যানেল আই টপ মডেল ২০১২ সালে প্রথম রানার আপ হবার মাধ্যমে।
রবির ক্লিয়ার নেটওয়ার্ক'র বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে প্রথম দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। একে একে কাজ করেছেন ডাবর আমলা হেয়ার ওয়েল' ও 'প্রাণ চানাচুর'সহ বেশ কিছু বিজ্ঞাপনে। তবে 'ক্লোজ আপ কাছে আসার গল্প' শিরোনামে বিজ্ঞাপনে মডেল হয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। এখন তিনি নিয়মিতভাবে কাজ করছেন টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে।
এইচএম