বন অধিদপ্তরে বড় নিয়োগ

আরটিভি  নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৬:৪১ পিএম


বন অধিদপ্তরে বড় নিয়োগ
ছবি: সংগৃহীত

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি/ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।

বিজ্ঞাপন

পদের নাম ও পদসংখ্যা

ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান

বিজ্ঞাপন

পদের সংখ্যা: ১৩টি

গ্রেড: ১২

বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা

বিজ্ঞাপন

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ।

গাড়িচালক

পদের সংখ্যা: ২৫টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০-২৭৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং (গ) হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী।

স্পিডবোট ড্রাইভার

পদের সংখ্যা: ১৩

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯৩০০-২৭৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

* স্পিডবোট ড্রাইভার হিসেবে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা; অথবা
* যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
* স্পিডবোট অপারেটর সনদধারী।

বনপ্রহরী

পদের সংখ্যা: ২৮৬

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি.।

আবেদনের বয়স

সব প্রার্থীর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ (আঠার) থেকে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীর জন্য নির্দেশাবলি

* লিখিত (প্রয়োজনে বাছাই পরীক্ষাসহ), মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। 

এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না।

* যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন, এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন,তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

* সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সব চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

* প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিল করা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

* প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটাসংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে।

* প্রার্থী বীর মুক্তিযোদ্ধা,শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র জাতিগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের হলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

* বর্ণিত পদে নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত (প্রয়োজনে বাছাই পরীক্ষাসহ), ব্যবহারিক/শারীরিক যোগ্যতা পরিমাপ (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক/শারীরিক যোগ্যতা পরিমাপ (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক/শারীরিক যোগ্যতা পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

আবেদন ফি

যেকোনো টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি (দুই) এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ১–এর পদের জন্য ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ সর্বমোট ১৬৮/- (এক শ আটষট্টি) টাকা দিতে হবে। ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ সর্বমোট ১১২/- (এক শ বারো) টাকা। ৪–এর পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকাসহ সর্বমোট মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। সব গ্রেডের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।

আবেদন শুরু: আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৫টা।


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission