ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাবাজারে ৫ হাজার সরকারি পাঠ্যপুস্তক জব্দ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ০১:১০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন রমনার সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান।

অভিযান শেষে জানানো হয়, সরকারিভাবে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক রাজধানীর কোতয়ালি থানার বাংলাবাজার বই মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে, এমন সুনির্দিষ্ট তথ্য শিক্ষা মন্ত্রণালয়কে দেয় এনএসআই। পরে সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও এনসিটিবির প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বাংলাবাজারের প্যারিদাস রোডের দুটি দোকান ও একটি গোডাউন থেকে সরকার প্রিন্টার্স, লেটারে অ্যান্ড কালার লি., সীমান্ত প্রেস অ্যান্ড পাবলিকেশন, মাস্টার সিমেক্স ও সুবর্ণা প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের ৫ হাজার পাঠ্যপুস্তক জব্দ করা হয়। দোকান ২টি হলো বই বাজার বিডি ও জাহিদ বুক হাউজ। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। সতর্কবার্তায় বলা হয়, ভবিষ্যতে এই ধরনের অপরাধ আবার করলে সর্বোচ্চ জরিমানা ও জেল দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এনসিটিবির পাঠ্যপুস্তকের মান নিয়ন্ত্রণ, কাগজ ও আর্ট কার্ডের মজুত, গাইড বই মুদ্রণ ও সরকারি বই বাজারে বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এনএসআই।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |